কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ বিভিন্ন দাবিতে কুমিল্লার কোটবাড়ি, বিশ্বরোড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

আজ বৃস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কয়েকটি দাবিতে তাঁরা অবরোধ কর্মসূচি পালন শুরু করেছেন। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল সাপেক্ষে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ সময় আন্দোলনরত নৃতত্ত্ব বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী বি এম সুমন বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের কোটাবৈষম্য থেকে রক্ষার জন্য বাংলাদেশ করেছিলেন।

কিন্তু আজকের এই সোনার বাংলায় এখনো পাকিস্তানিদের দোসর রয়ে গেছে। শোষণকারী পাকিস্তানিদের বংশধর হচ্ছে বর্তমান এই আমলারা। এই ৫৬ শতাংশ কোটা বিলোপ চাই। স্বাধীন দেশের গণতন্ত্র মরে যেতে দেব না। সব রকম কোটা প্রথার বিলুপ্তি চাই।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.