হাইমচরে দুটি রাসেলস ভাইপার মারল এলাকাবাসী

চাঁদপুরের হাইমচরে চরভাঙ্গা গ্রামের কমডেকায় ফসলি জমি থেকে একটি এবং নীলকমল ইউনিয়নের ঈশানবালা লঞ্চঘাট থেকে একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন এলাকাবাসী।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের কমডেকা মাঠে কৃষক মিজানুর রহমান কাজী নামে এক ব্যক্তির ফসলি জমিতে সাপটির দেখা মেলে। পরে কৃষককে ছোবল দেওয়ার জন্য এগিয়ে আসলে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় কৃষক মিজানুর রহমান কাজী জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে আমার ফসলি জমিতে এ সাপের দেখা মিলল। শুক্রবার দুপুর ১টার সময় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপটিকে দেখি। সাপ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে সাপটি আমাকে কামড় দেওয়ার জন্য তেড়ে আসলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলি।

নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সউদ আল নাছের বলেন, একই দিন বিকেলে উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা লঞ্চঘাটে মেঘনার জোয়ারে ভেসে আসা রাসেলস ভাইপার সাপ এলাকাবাসী পিটিয়ে মেরে স্থানীয়রা। লঞ্চঘাটের উপরের কোনো এক স্থানে কেউ একজন সাপটি দেখতে পায়। ঘাটে থাকা লোকজন একত্রিত হয়ে সাপটি মেরে ফেলে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.