জমজমাট গরুর বাজার. . .

রাত পার হলেই পবিত্র ঈদুল আজহা। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। শেষ মুহুর্তে ঈদ উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে কক্সবাজারসহ সারাদেশের পশুর হাট। হাটে ঘুরতে গেলেই চোখে পড়ে সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখা গরু, ছাগল আর মহিষ। সব হাটেই উৎসবের আমেজ।

এখন ক্রেতা-বিক্রেতার দরদামেই পশুহাট মেতে উঠেছে। সময় খুবই কম। এজন্য দুপুর গড়াতেই কোরবানির জন্য পছন্দের পশুটি কিনতে বেশিরভাগ মানুষই এখন হাটে ছুটছেন। যাদের কোরবানির পশু রাখার জায়গা নেই তারাও ছিলেন এই চাঁদ রাতের অপেক্ষায়। তাই হাটে মানুষের ঢল নামছে। যা দেখে শেষ সময়ে হাট জমে ওঠার স্বপ্ন দেখছেন খামারিরা।

গত কয়েকদিনের আকাশচুম্বী দামের কারণে অন্য বছরের চেয়ে খানিকটা কম ছিল গরুর বেচাকেনা। তবে শেষ মুহুর্তে দাম কিছুটা কমে আশায় বেচাকেনা বাড়ার আশা করছেন বিক্রেতারা।

পালংয়ের হতা’র সৌজন্যে পাওয়া এই ছবিগুলো তুলেছেন আবিদ মোহাম্মদ মাহদী।

কি বলতে চায় মহিষ!
জমজমাট মরিচ্যা গরুর বাজার
গরু কিনে সাথে নিয়ে বাড়ি ফিরছেন এক ক্রেতা
জমে উঠেছে হাট

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.