সড়ক দুর্ঘটনায় নিহত অঞ্জলির পরিবারের পাশে শাহরুখ

শাহরুখ খান । ছবি: ইনস্টাগ্রাম

আগামী ২৫ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ সিনেমাটি এখন তুমুল আলোচনার কেন্দ্রে শাহরুখ খান। ছবি, গান, গানের কথা ও কয়েকটি দৃশ্য নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক। শাহরুখের সিনেমাটিকে বর্জনেরও ডাক দিয়েছে একদল আন্দোলনকারী। এর মধ্যেই ভিন্ন একটি কারণে খবরের শিরোনামে অভিনেতা। সড়ক দুর্ঘটনায় নিহত এত তরুণীর পরিবারের পাশে দাঁড়িয়েছে অভিনেতার দাতব্য সংস্থা মীর ফাউন্ডেশন।

দুর্ঘটনায় মারা যান  অঞ্জলি
দুর্ঘটনায় মারা যান অঞ্জলি

২০২৩ সালের প্রথম দিনেই দিল্লিতে সড়ক দুর্ঘটনায় মারা যান ২০ বছরের অঞ্জলি। স্কুটিতে চেপে ফেরার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। এখানেই শেষ নয়, ধাক্কা মারার পর গাড়ির নিচে অঞ্জলির শরীর আটকে যায়। ওই অবস্থাতেই আরও কয়েক কিলোমিটার চালিয়ে নেওয়া হয় গাড়িটি। ভয়াবহ সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয় সমালোচনা। অঞ্জলি ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুর পর পরিবারে নেমে আসে অনিশ্চয়তা।

এবার সেই অঞ্জলির পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ। জানা গেছে, তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে অঞ্জলির পরিবারকে অর্থ অনুদান দিয়েছেন। তবে অনুদানের অঙ্ক প্রকাশ করা হয়নি। এবারই প্রথম নয়, নানা সময়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে অভিনেতার ফাউন্ডেশন। প্রায় ১০ বছর আগে বাবা মীর তাজ মোহাম্মদ খানের স্মৃতিতে মীর ফাউন্ডেশন গঠন করেন শাহরুখ।

বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এই ছবি দিয়ে চার বছর পর আবারও পর্দায় ফিরছেন ‘বলিউড বাদশা’
বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এই ছবি দিয়ে চার বছর পর আবারও পর্দায় ফিরছেন ‘বলিউড বাদশা’

এদিকে নানা বিতর্কের পর দিন কয়েক আগেই সেন্সর পেয়েছে ‘পাঠান’। ছবিটি দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরবেন অভিনেতা। ছবিটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.