ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন নোবেলকে যেভাবে চমকে দিলেন স্ত্রী

কাতারের আল বাইত স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার খেলা চলাকালীন নোবেলকে এই চমক দেন তাঁর স্ত্রী শম্পা। গ্যালারিভর্তি মানুষের সামনে ফেস্টুন উঁচিয়ে ধরে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান তিনি । ছবি : আদিল হোসেন নোবেলের সৌজন্যে

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেন মডেল ও অভিনয়শিল্পী নোবেল। কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুটি গ্যালারিতে বসে উপভোগ করতে বিমানে চড়ে গত বৃহস্পতিবার দেশটিতে পৌঁছান। দুই বন্ধু, তাঁদের স্ত্রীসহ মোট পাঁচজনের একটি দল মিলে খেলা উপভোগ করতে যায়। ব্রাজিলের ভক্ত নোবেল প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে উপভোগ করতে না পারলেও স্ত্রী শম্পার দেওয়া চমক ঠিকই উপভোগ করতে হয় নোবেলকে। গতকাল শনিবার রাতে কাতারের আল বাইত স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার খেলা চলাকালে নোবেলকে এই চমক দেন তাঁর স্ত্রী। গ্যালারিভর্তি মানুষের সামনে ফেস্টুন উঁচিয়ে ধরে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানান শম্পা, যা কোনোভাবেই টের পেতে দেননি নোবেলকে।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলা চলাকালিন সময়ে গ্যালারিতে আদিল হোসেন নোবেল । ছবি : আদিল হোসেন নোবেলের সৌজন্যে

২০ ডিসেম্বর মডেল ও অভিনয়শিল্পী নোবেলের জন্মদিন। দিনটিতে চট্টগ্রামের চন্দ্রঘোনার মিশনারি হাসপাতালে তাঁর জন্ম। এরই মধ্যে ৫০তম জন্মদিন পার করেছেন এই মডেল ও অভিনয়শিল্পী। ৫০তম জন্মদিনটায়ও চমক দিয়েছিলেন স্ত্রী। নোবেল জানান, ৫০ বছর পূর্তির দিনটা কলকাতায় উদ্‌যাপনের উদ্যোগ নেন তাঁর স্ত্রী। কিন্তু ঘুণাক্ষরেও সেটা তাঁকে জানতে দেননি। পরিবার, আত্মীয় ও বন্ধুদের বেশ কয়েকজনকে সেখানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। ভারতেরও কয়েকজন বন্ধুকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। নোবেল জানান, সেবারও বিমানে ওঠার পর দেখেন, সেখানে তাঁর বড় ভাই, ভাবি, আব্বা-আম্মা—সবাই। তাই তিনি বিস্মিত হন!

আর্জেন্টিনা খেলার দিন নোবেল ও তাঁর স্ত্রী শম্পা এবং তাঁদের বন্ধুরা । ছবি : আদিল হোসেন নোবেলের সৌজন্যে

তবে এবার গ্যালারির মধ্যে খেলা চলার সময়ে এভাবে সারপ্রাইজ দেওয়াটা আগের চেয়ে বেশি সারপ্রাইজিং ছিল বলে মনে করছেন নোবেল। স্ত্রী শম্পার হাত উঁচিয়ে ধরা ফেস্টুনে লেখা ছিল, ‘কিক আপ সাম ফান, কিপ অ্যাওয়ে ফ্রম ফাউলস, ক্লিন শুটস অ্যাট দ্য গোল, হ্যাপি বার্থ ডে আদিল।’ সবার কাছে নোবেল হিসেবে পরিচিত হলেও স্ত্রী শম্পা তাঁকে আদিল নামে সম্বোধন করেন। স্ত্রীর কাছ থেকে পাওয়া এমন সারপ্রাইজে নোবেল বললেন, ‘গ্যালারিতে এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ব্যাপারটা আমার জন্য বিশাল সারপ্রাইজ, সঙ্গে চমৎকার কিছু কথা। জীবনে এটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে।’

কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুটি গ্যালারিতে বসে উপভোগ করতে বিমানে চড়ে গত বৃহস্পতিবার কাতার পৌঁছান নোবেল। দুই বন্ধু, তাঁদের স্ত্রীসহ মোট পাঁচজনের একটি দল মিলে খেলা উপভোগ করতে যান নোবেল । ছবি : আদিল হোসেন নোবেলের সৌজন্যে

নব্বই দশকের শুরুতে ফ্যাশন শোয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে আবির্ভাব ঘটে নোবেলের। মডেলিংয়ের পাশাপাশি নাটকে অভিনয় শুরু করেন, তবে সেটা হাতে গোনা। মডেল ও অভিনেতা নোবেল এখন বিনোদন অঙ্গনে একেবারে অনিয়মিত। তিনি এখন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার হিসেবে কর্মরত। একেবারে ভিন্নধর্মী কিছুর প্রস্তাব পেলে তবেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.