মিথিলার ‘নীতিশাস্ত্র’ যাচ্ছে কলকাতার উৎসবে

মিথিলা ছবি : সংগৃহীত

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত টালিগঞ্জের সিনেমা ‘নীতিশাস্ত্র’। সিনেমাটি নির্মাণ করেছেন টালিগঞ্জের নির্মাতা অরুণাভ খাসনবিশ। সিনেমার চার গল্পের ‘ঘী’ নামে এক গল্পে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা; এক রোগীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।

সিনেমার পোস্টার।
সিনেমার পোস্টার । ছবি : সংগৃহীত

১৫ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ চলচ্চিত্র উৎসবে ১৬ ডিসেম্বর বিকেল পাঁচটায় নজরুল তীর্থে ও ১৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় রবীন্দ্রসদনে প্রদর্শিত হবে সিনেমাটি। এ সিনেমার অন্যান্য গল্পে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তীসহ অনেকে।

মুক্তির অপেক্ষায় থাকা মিথিলার আরেক সিনেমা ‘মায়া’ ভারতের হায়দরাবাদে ‘৫ম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’–এ প্রদর্শিত হয়েছে। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত ‘মায়া’ নির্মাণ করেছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়।

এ দুটি ছাড়া কলকাতার আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন মিথিলা। চলতি বছরের জুনে মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ঢাকার সিনেমা ‘অমানুষ’; এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নিরব। ছবিটি পরিচালনা করেন অনন্য মামুন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.