ঢাবিতে চন্দ্রবিন্দু ও ফসিলসের কনসার্ট শুক্রবার

বাংলাদেশে গান শোনাতে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও ‘ফসিলস’। আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে এই কনসার্ট। নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে ওই দিন এই অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ কনসার্টে আরও পারফর্ম করবে বাংলাদেশের দুই ব্যান্ড ‘ওয়ারফেজ’ ও ‘আভাস’।

চন্দ্রবিন্দুর গান মানে জীবনের আপাত কোনো গুরুত্বহীন অথবা গুরুত্বপূর্ণ বিষয়ের স্বাদ। হতে পারে সহজ কথায় অথবা এলোমেলো ভাবনায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ব্যান্ডের গান জনপ্রিয় বাংলাদেশেও। ‘এইটা তোমার গান’, ‘বন্ধু তোমায় এ গান শোনাব’, ‘ভিনদেশি তারা’, ‘ত্বকের যত্ন নিন’, ‘এভাবেও ফিরে আসা যায়’সহ চন্দ্রবিন্দুর অনেক গান শ্রোতাদের কানে-মনে বাজে। ব্যান্ডটির প্রধান তিন সদস্য চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও উপল সেনগুপ্ত গানের বাইরেও অন্যান্য অঙ্গনে জনপ্রিয়।

অন্যদিকে গায়ক রূপম ইসলামের প্রতিষ্ঠিত রক ব্যান্ড ফসিলস। ১৯৯৮ সালে এ ব্যান্ডের আত্মপ্রকাশের পর পশ্চিমবঙ্গে রক মিউজিক নতুনভাবে প্রাণ ফিরে পায়। ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’, ‘তোমার চোখের কালো চাই’, ‘কমল মেঘের ওজন’, ‘আরও একবার’, ‘হাসনুহানা’, ‘বিষাক্ত মানুষ’, ‘খোঁড়ো আমার ফসিলস’সহ এ ব্যান্ডের জনপ্রিয় গানের সংখ্যা অনেক।

কনসার্টের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন গণমাধ্যমকে বলেন, নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে এই কনসার্ট। নবীনদের জন্য আলাদা জায়গা থাকবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও থাকবে আলাদা জায়গা। শিক্ষার্থীদের বন্ধুরাও চাইলে আসতে পারবে, তবে তাদেরকেও নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.