হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে নজর কেড়েছেন জয়া

সিনেমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক জয়া আহসানের। বাংলার পর হিন্দি সিনেমায়ও অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে জয়ার প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। 

অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমাটি মুক্তির আগে বেশ ব্যস্ত সময় পার করেছেন জয়া। দিল্লিতে জয়ার ‘কড়ক সিং’য়ের প্রিমিয়ারে অংশ নেয়ার পর সেখান থেকে ছুটে গেছেন মুম্বাই। সর্বশেষ কলকাতার প্রিমিয়ারে অংশ নিয়েছেন বাংলাদেশি এই অভিনেত্রী।

সিনেমার প্রিমিয়ারে জয়া নজর কেড়েছেন ঢাকাই জামদানিতে। প্রিমিয়ার থেকে ১৪টি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কড়ক সিং’ এর প্রিমিয়ার লুক, ঢাকাই জামদানি বাই থ্রেড বিডি।

জয়ার ওই ছবি ভক্তদের বেশ প্রশংসাও কুড়াচ্ছে। তার পোস্টে অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘অনেক সুন্দর’। একজন মন্তব্য করেছেন, খুব ভাল লাগে যখন বাংলাদেশী নায়িকা বলিউড কাঁপায়। আরেকজন লিখেছেন, ‘আমাদের গর্ব, অনেক সুন্দর লাগছে আপনাকে।’

জয়া আহসানের সঙ্গে এই সিনেমায় কাজ করেছেন ‘মির্জাপুর’ খ্যাত ‘কালীন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠী। জয়ার সঙ্গে কাজের অনুভূতি জানিয়ে পঙ্কজ ত্রিপাঠী বলেছিলেন, সে ভীষণ পরিণত অভিনেত্রী। একসঙ্গে কাজ করে খুব ভাল লাগল।

তিনি বলেন, এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে (ঘনিষ্ঠ দৃশ্য) অভিনয় করলাম। তবে কোনোরকম প্রস্তুতি নেইনি। পেশাদার অভিনেতা হিসাবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বচ্ছন্দের কথা মাথায় রেখেছি। কোনোরকম অসুবিধা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের কলকাতায় অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেছেন জয়া আহসান। অরিন্দম শীলের ‘আবর্ত’ দিয়ে জয়ার গোড়াপত্তন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.