ইউটিউব ট্রেন্ডিংয়ে মেহজাবীনের ‘অনন্যা’

জয় দিবসের দিন ‘অনন্যা’ উন্মুক্ত হয়েছে ‘সিনেমাওয়ালা’ ইউটিউবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুদিনে শুধু ইউটিউব থেকে প্রায় দুই মিলিয়ন ভিউস হয়েছে। উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিং চার-এ। কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্য চোখে পড়েছে আড়াই হাজারের বেশি।

নাটকটির তিন মিনিটের একটি ক্লিপস মেহজাবীন তার ফেসবুকে পোস্ট করেছেন। অল্পসময়ে দুইহাজারের বেশি অনুসারী সেটি শেয়ার করেছেন, বাহবা দিয়ে মন্তব্য করেছেন কয়েক হাজার। অধিকাংশরাই লিখেছেন, আমাদের মানুষ করতে মায়েরা এমন কষ্ট করে যা অনেকসময় আমরা বুঝে উঠতে পারিনা। ‘অনন্যা’ এমন একটি নাটক, যা দেখলে মায়ের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। এই নাটকের পরিচালক এবং অভিনেত্রীকে স্যালুট।

অসংখ্য নারী নাটকটি দেখে লিখেছেন, তার জীবনেও এমন ঘটনা ঘটেছে। নিজের কর্মজীবন এবং সংসারের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় আবেগী হয়ে মিনারা খাতুন নামে একজন লিখেছেন,  ‘অনন্যা’ নাটকের মতো এমন কষ্ট আজও বহন করে যাচ্ছি। আত্মীয়স্বজন সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। টাকা ছাড়া তারা কিছু বোঝে না। নিরুপায় হয়ে আমার বাবুকে এখন ডে কেয়ারে দিয়েছি। ‘অনন্যা’ অনেক সুন্দর নাটক। পরিচালককে ধন্যবাদ।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি পরিবারের গল্প নিয়ে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করি। আশপাশের দেখা গল্পগুলোকে নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করি। এজন্য হয়তো মানুষ আমার কাজগুলো দেখে ফিল করে এই গল্প আমার কিংবা আমার ভাইয়ের অথবা আমার পরিবারের।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.