এবার পুনমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

নিজের মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়েছিলেন ভারতের বিতর্কিত মডেল পুনম পাণ্ডে। বেশ কিছু মানুষ অভিনেত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকেরই অভিযোগ সস্তা প্রচার পেতে মৃত্যু নিয়ে এমনটা করেছেন তিনি। এ বার পুনম ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করে অভিযোগ জমা পড়েছে কানপুরের পুলিশ কমিশনারের কাছে। মামলা দায়ের করেছেন ফয়জান আনসারি নামের এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে, ‘পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়া খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে পুরো ঘটনাই নিজেদের প্রচারের উদ্দেশে সাজিয়েছেন।’

অভিযোগকারী শুধু এফআইআর দায়ের করে ক্ষান্ত হননি। তিনি পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেফতারের দাবি করেছেন। তার অভিযোগে কাজ না হলে আদালত পর্যন্ত যাবেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে পুনম পান্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ৩২ বছর বয়সী অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। পরে তার ম্যানেজার নিশ্চিত করেন মৃত্যুর তথ্য। কিন্তু পরদিনই আবার হঠাৎ মৃত্যু নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রীর ১১ বছরের দেহরক্ষী।

এ ঘটনার একদিন পরেই একটি ভিডিওবার্তায় হাজির হয়ে নিজের বেঁচে থাকার খবর জানান পুনম। যেখানে অভিনেত্রী বলেন, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধার সৃষ্টি হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আসলে আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। জানি হয়তো বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে অনেকে জরায়ুমুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’

পুনম আরও বলেন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কেড়ে নিচ্ছে। জরায়ুমুখ ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখাল। যাঁরা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’

এরপর অভিনেত্রীকে কড়া ভাষায় নিন্দা করেছেন বলিউডের তারকারাও। ক্যানসার নিয়ে পুনম ‘ঠাট্টা-তামাশা’ করেছেন, এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর-এর দাবি তোলে ‘দি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। কেউ কেউ তো তাকে ‘বয়কট’ করার ডাক তুলেছেন। যদিও নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.