সদস্যপদ বাতিল, আইনি ব্যবস্থা নেবেন জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২ মার্চ) সংগঠনটির বার্ষিক বনভোজন ছিল। আর বনভোজনে দ্বি-সাধারণ সভায় সংগঠনের সাবেক এ সাধারণ সম্পাদকের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

জায়েদ খানের সদস্যপদ বাতিলের কারণ হিসেবে চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, জায়েদ খান কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে বারবার ব্যক্তিগত আক্রোশ থেকে সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী ফেসবুক, ইউটিউব ও সাংবাদিক সম্মেলনে প্রকাশ করছেন। এ কারণে গত বছর এপ্রিলের দুই তারিখ সভায় সবার সম্মতিক্রমে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।

এদিকে, রোববার (৩ মার্চ) আলোচিত অভিনেতা জায়েদ খান সদস্যপদ বাতিল হওয়ার ব্যাপারে তিনি জানান, আমার কাছে এখনো সদস্যপদ বাতির হওয়ার কোনো চিঠি আসেনি। চিঠি পাওয়ার পর বুঝতে পারবো কেন এমনটা করেছেন তারা।

তিনি আরও বলেন, আমি একজন ব্যক্তির ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি। সে নিজের মতো করে শিল্পী সমিতির সব সিদ্ধান্ত নিচ্ছেন। আমার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত ছিল; কিন্তু সেটি করেননি তারা।

‘আমাকে তারা কিছুই না জানিয়ে একের পর এক অন্যায় পদক্ষেপ নিচ্ছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির আমার অভিভাবকদের সঙ্গে কথা বলে আমি পরবর্তী পদক্ষেপ নেব,’ বলেন জায়েদ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.