শিল্পী সমিতির বনভোজনে হাতাহাতি, মামলা 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে যেন বিতর্ক কাটছে না। একের পর এক ঘটছে আলোচিত ঘটনা। ২ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। এখানে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। যা মামলা পর্যন্ত গড়িয়েছে।

এই সমিতির সদস্য অভিনেত্রী নিশু তার মেয়েকে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। প্রথমে তিনি সমিতিতে অভিযোগ জানান। কিন্তু সেই অভিযোগের কোনো সুরাহা করেননি কেউ। অপেক্ষা করে সমাধান না পেয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী এই শিল্পী।

পিকনিকের দিন ৩ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়।

দুইজনের বাকবিতণ্ডায় শেষ পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়। দুইজনের বাকবিতণ্ডায় শেষ পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন।

মামলার বিষয়ে নিশু বলেন, ‘আমি শিল্পী সমিতিকে সেদিনের ঘটনা অবগত করেছি। এ নিয়ে নিপুণকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। শাহনূর ও জেসমিন আমাকে কল করেছিল। তারা বলেছিলেন আমরা দেখতেছি। তারপর আর খবর নেই। একদিন পার হয়ে গেছে। নিপুণ একটি বার ফোন করতে পারত কিন্তু করেনি। এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাই বিচার চেয়ে মামলা করেছি। এ নিয়ে মঙ্গলবার (৪ মার্চ) সংবাদ সম্মেলন করব তখনই বিস্তারিত বলব।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.