কোরআন স্ফটিকের মতো স্বচ্ছ, স্পষ্ট ও সুন্দর: উইল স্মিথ

হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ সৌদি আরব সফরে এসে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন পড়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। গত রমজানে কুরআন পড়ার অনুভূতি জানালেন তিনি। কুরআন নিয়ে তার মুগ্ধতার কথা বলতে গিয়ে এই পবিত্র গ্রন্থকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বলে বর্ণনা করেছেন তিনি। প্রশংসা করেছেন এর প্রাঞ্জলতারও। 

এই হলিউড অভিনেতা বলেন, ‘কুরআন সুন্দর ও স্পষ্ট’।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের রমজান মাসে কুরআন পড়েছিলেন উইল স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, এর সরলতা আমার ভালো লেগেছে। কুরআন খুব স্পষ্ট। স্ফটিকের মতো স্বচ্ছ। কুরআন পড়ে ভুল বোঝার সুযোগ নেই।

উইল স্মিথ আরও জানিয়েছেন, ইহুদিদের তোরাহ ও খ্রিস্টানদের বাইবেলও তিনি পড়েছেন। আর কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে অবাক হয়েছেন এই অভিনেতা।

তিনি বলেন, এগুলোর মধ্যে একটি গল্পের বিষয়ে এত মিল পেয়ে আমি অবাক হয়েছিলাম। একজন বাবা হিসেবে ইব্রাহিমের পরবর্তীতে আইজ্যাক (ইসা) ও ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি আমি কখনই পুরোপুরি বুঝতে পারিনি। যখন তিনটি গ্রন্থ পড়ে পুরো বিষয়টি অনুধাবন করতে পারি, সেই অনুভূতিটা সত্যিই সুন্দর ছিল।

স্মিথ কুরআন থেকে একটি নীতির উপর জোর দিয়েছিলেন যা হল “প্রত্যেকটি আত্মা নিজের জন্য দায়বদ্ধ”। তিনি এই বিশ্বাসটিকে তার পিতামাতার কাছ থেকে গ্রহণ করেছিলেন। এরপর তিনি তার সন্তানদেরও এই শিক্ষা দিয়েছেন। যাতে তারা প্রত্যেকটি কাজের দায়িত্ব নিজেরাই গ্রহণ করতে সক্ষম করে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.