মীমাংসায় সেই প্রযোজককে কত টাকা দিলেন অপূর্ব

দিন কয়েক আগে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে আইনি নোটিশ দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই। পরে বিষয়টি টেলিভিশন প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব ও অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ একসঙ্গে বসে মীমাংসা করে। আলোচনায় সমাধান হয়, আর কোনো নাটকে অভিনয় করবেন না অপূর্ব। তবে বাকি থাকা নাটকের অগ্রিম অর্থ ফেরত দিতে হবে তাকে।

অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা যায়, শাকিল- অপূর্ব দ্বন্দ্ব মীমাংসায় বৈঠকে এমন সিদ্ধান্তে দুইজন একমত পোষণ করলে দ্রুত অপূর্বকে পাওনা টাকা শাকিলকে ফেরত দেয়ার নির্দেশনা দেয়া হয়। আর এ নির্দেশনা পাওয়ার একদিনের মধ্যে শাকিলকে তার টাকা ফেরত দেন অপূর্ব। ঠিক কত টাকা ফেরত দেয়া হয়েছে অপূর্বকে জানেন?

টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা যায়, দুই পক্ষের উপস্থিতিতেই ঘটনার মীমাংসা হয়েছে। এমনকি পরবর্তী সময় যেন আর কোনো ঝামেলা না হয়, সেজন্য অপূর্বকে অগ্রিম অর্থ দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। 

তার এক দিন পরই অভিনেতা পুরো অর্থের চেক টেলিপ্যাব ও অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে ফেরত দেন। তবে এ নিয়ে কারও মধ্যেই কোনো মান-অভিমান নেই বলে জানা গেছে।

দুই বছর আগে ২৪টি নাটকের জন্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব চুক্তিবদ্ধ হন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওস লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল। চুক্তিমতো প্রতি মাসে তিন দিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং শেষ করে দেওয়ার কথা অপূর্বর। গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল। এমন শর্তে প্রযোজনা প্রতিষ্ঠানটি ২৫ লাখ টাকা অগ্রিম দেয় অপূর্বকে। ৯টি নাটকের শুটিংও হয়। পরে তাকে চুক্তিমতো আরও ৯ লাখ টাকা দেওয়া হয়।

মীমাংসায় বলা হয়, নাটকের শুটিং বাবদ পারিশ্রমিক রেখে বাকি টাকা ফেরত দেবেন অপূর্ব। সেই টাকার চেক পেয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল গণমাধ্যমে জানিয়েছেন, দুই সংগঠনের মিটিংয়ে যেভাবে মীমাংসার কথা বলা হয়েছে, সেভাবেই সব বুঝে পেয়েছেন। তবে কত টাকা বুঝে পেয়েছেন বা কত টাকা এই অভিনেতাকে দিতে হয়েছে, সেটা নিয়ে কেউ-ই মুখ খোলেননি। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.