বড়পর্দায় ফিরছেন শাওন

হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটকে অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের নাটক মানেই শাওনের উপস্থিতি একসময় এমনটাই ভাবা হতো। অভিনয়, গান, কিংবা নির্মাণ সমানতালে নিজেকে চিনিয়েছেন মেহের আফরোজ শাওন।

অনেক বছর ধরেই এসব ভূমিকায় পাওয়া যায়নি তাকে। তবে এবার বিরতি ভেঙে ফিরলেন সিনেমায়। অভিনয় করছেন ফাখরুল আরেফীন খানের ‘নীল জোছনা’য়। 

নতুন সিনেমা নিয়ে শাওন বলেন, ‘গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই আরেফীনের সিনেমায় কাজ করছি। এখন বাকিটা বলতে পারব শুটিং শুরু করার পর। আশা করছি ভালো একটি কাজ হবে।’ সিনেমা সম্পর্কে শাওন আরো জানান, প্যারাসাইকোলজি নিয়ে নির্মিত হচ্ছে নীল জোছনা। এতে তাকে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে।

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর সিনেমার শুটিং করব। তবে প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না।’

শাওন জানান, ১৭ বছর পর সিনেমায় যুক্ত হলেও অভিনয়ে ফিরলেন ১৩ বছর পর। ২০১১ সালে সবশেষ অভিনয় করেছিলেন ‘স্বর্ণকলস’ নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ।

আগামীকাল ঢাকায় নীল জোছনা সিনেমায় নিজের অংশের শুটিংয়ে অংশ নেবেন শাওন। সিনেমাটি তৈরি হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি-বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে।

শাওনকে যুক্ত করা প্রসঙ্গে ফাখরুল আরেফীন খান বলেন, ‘যখন থেকে এ সিনেমার চিত্রনাট্য লিখেছি, ঠিক সে সময়ই মনে হয়েছে জয়া হক চরিত্রের জন্য মেহের আফরোজ শাওন মানানসই। সে জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.