ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট

ভারতে প্রথমবারের মতো যুদ্ধবিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা নামের এক মুসলিম নারী পাইলট । ছবি: এএনআই

ভারতে প্রথমবারের মতো যুদ্ধবিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা নামের এক মুসলিম নারী পাইলট। তিনি ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা। তাঁর বাবা শাহীদ আলী কাজ করেন স্থানীয় টেলিভিশন মেরামতকারী হিসেবে। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হয়েছেন সানিয়া।

ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি দেশটির উত্তর প্রদেশ রাজ্যের তিনিই প্রথম ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হতে যাচ্ছেন। সানিয়া হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। আগামী ২৭ সেপ্টেম্বর তিনি পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন।

সানিয়ার বাবা শাহীদ আলী বলেন, ‘ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদীকে আদর্শ মনে করে সানিয়া। শুরু থেকেই সে তাঁর মতো হতে চাইত। ভারতে দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছে। এনডিএ পরীক্ষায় ১৪৯তম হয়েছে সানিয়া।’

সানিয়া উচ্চমাধ্যমিকে উত্তর প্রদেশ বোর্ডে ১২তম হন। এরপর তিনি এনডিএ পরীক্ষার জন্য সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে প্রস্তুতি নিতে শুরু করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.