ভারতে আসা যেসব যাত্রীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে

নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর করোনা টেস্ট করতে তাঁর কাছ থেকে নমুনা সংগ্রহ করছেন এক স্বাস্থ্যকর্মী । ফাইল ছবি: রয়টার্স

চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হবে বলে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়। গতকাল শনিবার তিনি জানান, এসব দেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে। ‘পজিটিভ’ যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই দেশগুলো থেকে আসা যাত্রীদের ‘নেগেটিভ’ কোভিড সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে দেখাতে হবে। বিমানে ওঠার আগেই এই দেশের যাত্রীদের ‘এয়ার সুবিধা’ পোর্টালে ফরম পূরণ করতে হবে। তাতে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানাতে হবে।

নতুন করে কোভিড আতঙ্ক শুরু হওয়ায় কেন্দ্রীয় সরকার আগে থেকেই সাবধানী। শনিবার রাজ্যগুলোকে ছয় দফা নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যের বিমানবন্দরকে সতর্ক থাকতে হবে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের ‘নেগেটিভ’ কোভিড সনদ আছে কি না, নিশ্চিত করতে হবে। কারও মধ্যে কোনো রকম উপসর্গ দেখা দিলে বা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করতে হবে। অক্সিজেনের ঘাটতি যাতে না দেখা যায়, সে জন্য এখন থেকেই তৈরি থাকতে হবে। অক্সিজেন তৈরি সংস্থাদের সচল রাখতে হবে, যাতে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা যায়। অক্সিজেন বিশুদ্ধ কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার তৈরির দিকেও নজর রাখতে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের খবর, কোভিড শুরু হওয়ার সময় সরকারের বিরুদ্ধে ঢিলেমির বিস্তর অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল, সরকার প্রথম দিকে এই সংক্রমণের গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। সেই অভিযোগ যাতে এবার শুনতে না হয়, সে জন্য সরকার সতর্ক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মনোহর আগনানি রাজ্যগুলোকে জানিয়েছেন, এই মুহূর্তে সংক্রমণ উদ্বেগজনক নয়। কিন্তু ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.