সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় গেছেন ১৮৫ রোহিঙ্গা

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে আজ রোববার নৌকায় করে পৌঁছান ১৮৫ রোহিঙ্গা । ছবি: রয়টার্স

নৌকায় করে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন ১৮৫ জন রোহিঙ্গা। আজ রোববার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে নৌকাটি দেশটির বান্দা আচেহ প্রদেশের উপকূলে পৌঁছায়। সমুদ্রপথে অবৈধভাবে ইন্দোনেশিয়া পৌঁছানো এসব রোহিঙ্গার অর্ধেকই নারী ও শিশু।

আচেহ প্রদেশের দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান রিদওয়ান জামিল এ তথ্য জানিয়েছেন। ওই রোহিঙ্গাদের একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা গেছে, সৈকতে দল বেঁধে বসে আছে রোহিঙ্গারা। অনেককে আবার বালির ওপরে শুয়ে থাকতে দেখা যায়।

এর আগে দেশটির রনদো দ্বীপের কাছে সমুদ্রে তিনটি নৌকা স্থানীয় জেলেদের চোখে পড়েছিল বলে গতকাল শনিবার জানায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা। নৌকাগুলোয় রোহিঙ্গারা ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। তবে আজ উপকূলে পৌঁছানো নৌকাটি সেগুলোর একটি কি না, তা এখনো জানা যায়নি।

নির্যাতনের মুখে বহু বছর ধরেই মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমরা পালিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও পাড়ি জমায় তারা। সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই বেশ কয়েকবার রোহিঙ্গাবাহী নৌকা পৌঁছানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ডিসেম্বরে প্রদেশটির উপকূলে ১৭৪ জন রোহিঙ্গাকে নিয়ে একটি নৌকা ভেসে আসে।

এদিকে সাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রোহিঙ্গাদের মৃত্যুর ঘটনাও কম নয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, প্রায় এক দশকের মধ্যে ২০২২ সালে সাগরে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.