ইউক্রেন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন এবং বিভিন্ন অবকাঠামোতে আঘাত করছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলে হয়েছে, হামলার কারণে বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে পুরো ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। গত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের হামলা এটিই প্রথম।

ওডেসা অঞ্চলের গভর্নর ম্যাকসিম মারচেনকো টেলিগ্রামে বলেছেন, একটি গণ ক্ষেপণাস্ত্র হামলা বন্দর শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত করেছে। যার কারণে শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকায়ও আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে ১৫টিরও বেশি হামলা হয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আবারও দখলকারীদের হাতে চলে যাচ্ছে।

খারকিভ-ওডেসা ছাড়াও দিনিপার, লুতস্ক এবং রিভনে শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.