যুদ্ধে দখলকৃত অঞ্চলে রাশিয়ার আদালত চালুর উদ্যোগ

গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের চার অঞ্চলকে একত্রীকরণের ঘোষণা দেন পুতিন

ইউক্রেনে দখলকৃত চারটি অঞ্চলকে নিজেদের বিচার ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাশিয়া। এজন্য চার অঞ্চলে রাশিয়ার বিভিন্ন স্তরের আদালতের শাখা খোলা হচ্ছে। এর মধ্য দিয়ে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে নিজেদের দখলকে আরেক দফা আনুষ্ঠানিক রূপ দিতে চলেছে রাশিয়া।

কেমলিনের প্রেস বিবৃতির বরাতে রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, পুতিন আজ লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়াকে রাশিয়ার বিচার ব্যবস্থার আওতায় আনতে একগুচ্ছ আইনে স্বাক্ষর করেছেন।

খবরে বলা হয়, দোনেৎস্ক ও লুহানস্কে রাশিয়ার সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রতিষ্ঠায় পুতিন দুটি আইনে স্বাক্ষর করেছেন। অপর দুটি আইনের মাধ্যমে তিনি এ দুই প্রদেশে সালিশি আদালত প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন। একইভাবে তিনি খেরসন ও জাপোরিঝঝিয়ায় আঞ্চলিক আদালত ও সালিশি আদালত প্রতিষ্ঠার জন্য আরও চারটি আইন স্বাক্ষর করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে রাশিয়ার অঙ্গীভূত করার ঘোষণা দেন। এর আগে চারটি অঞ্চলের রুশপন্থী প্রধানদের সঙ্গে তিনি আনুষ্ঠানিক একত্রীকরণ চুক্তি স্বাক্ষর করেন।

আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চার অঞ্চলের একত্রীকরণকে স্বীকৃতি দেয়নি। যদিও রুশ সরকার দুইদিন পর ওই একত্রীকরণ চুক্তি স্বাক্ষরকারী নেতাদের সংশ্লিষ্ট অঞ্চলগুলোর প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। পুতিন এক নির্বাহী আদেশে দোনেৎস্ক ও লুহানস্ককে প্রদেশ হিসেবে এবং খেরসন ও জাপোরিঝঝিয়াকে স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসেবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.