বিমান শক্তি প্রদর্শন করবে ইরান

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় ব্যাঘাত ঘটেছে । ফাইল ছবি

সশস্ত্র বাহিনী দিবসে এবার নিজেদের বিমান শক্তি প্রদর্শন করবে ইরান। এ উদ্দেশ্যে মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানের আকাশে উড়বে অন্তত ৪০টি যুদ্ধবিমান।

দেশটির বিমান বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি এ তথ্য জানিয়েছেন।

আগামীকাল ১৮ এপ্রিল ইরানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে।দিবসটি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের কয়েকটি প্যারেডের আয়োজন করবে।

জেনারেল ওয়াহেদি বলেন, ইরানের বিমান বাহিনী দেশের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য এ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করেছে।ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শুরু থেকে এই বাহিনী নিজের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিযান ও মিশন পরিচালনা করেছে।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার বলেন, সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনায় মধ্যপ্রাচ্যে ইরানের সম্মান ও শক্তিমত্তা কতখানি বৃদ্ধি পেয়েছে তা প্রদর্শন করতে চায় তার বাহিনী।

জেনারেল ওয়াহেদি বলেন, এ বছরের সশস্ত্র বাহিনী দিবসের প্যারেড হবে বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী। এতে ৪০টির বেশি যুদ্ধবিমান প্রদর্শন করা হবে যেগুলোর মধ্যে থাকবে সায়েক্কে, কোসার, এফ-৪, এফ-৫, এফ-১৪, এফ-৭, মিগ-২৯ এবং সুখোই-২৪।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.