হার্ভার্ডে শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

বুধবার (৫ এপ্রিল) ওয়েলিংটনের পার্লামেন্টে বিদায়ী বক্তব্য দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সেখানে তিনি একটি সেমিস্টারের জন্য শিক্ষকতা করবেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে সিএনএনের খবরে বলা হয়েছে।

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন জেসিন্ডা। পরিবারকে সময় দিতেই স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছাড়েন তিনি। সাথে সক্রিয় রাজনীতি থেকেও বিদায় নিয়ে নেন। এবার তিনি শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেনেডি স্কুলে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ নামের একটি কোর্সে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন জেসিন্ডা।

হার্ভার্ড কেনেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ বলেছেন, ‘জেসিন্ডা আরডার্ন নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়ার মাধ্যমে বিশ্বকে শক্তিশালী ও সহানুভূতিশীল রাজনীতির দৃষ্টান্ত দেখিয়ে গেছেন। তিনি তাঁর কাজের মাধ্যমে দেশের বাইরেও সম্মান অর্জন করেছেন। আমাদের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ একটি উদাহারণ সৃষ্টি করবেন তিনি।’

তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নিজের দেশকে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে গড়ে তুলেছিলেন জেসিন্ডা। রাষ্ট্রপ্রধানের ভূমিকা নিয়ে নতুন এক উদাহরণ স্থাপন করে গেছেন তিনি। আমরা আশা ব্যক্ত করছি যে, তিনি শিক্ষার্থীদেরকে নতুন দিশা দেখাবেন।’

রাজনীতির বাহিরে শিক্ষক হিসেবে ভিন্ন একটি দায়িত্ব পেয়ে খুশিতে ভাসছেন নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমার জন্য নতুন দায়িত্ব মানে হলো নতুন এক চ্যালেঞ্জ। পড়ুয়াদের সঙ্গে নিজের অভিজ্ঞতা যেমন ভাগ করে নিতে পারব, তেমনই নতুন করে অনেক কিছুই শেখার সুযোগ হবে আমার।’ ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘যদিও একটি সেমিস্টারের জন্য যাব। কিন্তু ফেলোশিপ শেষে ফিরে আসব নিজ দেশের মাটিতে। সর্বোপরি আমি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.