ইমরান খান কোথায়

গ্রেপ্তারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কোথায় রাখা হয়েছে, তা জানা গেছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের অবস্থান সম্পর্কে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি সূত্র গতকাল মঙ্গলবার ডনকে বলে, তাঁকে ব্যুরোর রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে রাখা হয়েছে।

এনএবির সূত্রটির ভাষ্য, ইমরান খানকে ‘ভালো জায়গায়’ রাখা হয়েছে। তাঁর সঙ্গে ‘রূঢ় আচরণ’ করা হবে না।

এনএবির সূত্রটি বলেছে, যে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ইমরান খানকে গতকাল দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ধরে নিয়ে যায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্স।

পরে এনএবি জানায়, দুর্নীতির মামলায় তারা ইমরান খানকে রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করেছে।

ইমরান খানকে আজ বুধবার দুর্নীতি দমন আদালতে হাজির করা হবে বলে এনএবির সূত্র জানিয়েছে। তাঁর রিমান্ড চায় এনএবি।

এনএবির এক বিবৃতিতে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। অনুসন্ধান ও তদন্তের মতো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমরান খানকে গ্রেপ্তারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয় বলে জানায় রয়টার্স। বার্তা সংস্থাটি খবরে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোয়েটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছেন ইমরান খানের সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.