মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন ইমরান

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর লাহোরের জামানপার্কের বাড়িতে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইসলামাবাদ থেকে গ্রেপ্তার হওয়ার দুই দিন পর শনিবার ভোররাতে তিনি তার নিজ বাসভবনে পৌঁছান। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত যাওয়ার পুরো পথেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

এদিকে ইমরান জানিয়েছেন, ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে তাকে লাহোর আসতে বাধা দেয়া হয়েছিল। এর আগে শুক্রবার বিকেলে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। একইসঙ্গে তাকে মুক্তি দেয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের আদেশ দেন। ওইদিনই ইমরানকে গ্রেপ্তার করা হলে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে ৮জন নিহত হন। এসময় গ্রেপ্তার হন পিটিআইর হাজার হাজার নেতা-কর্মী।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.