গাঙ্গুলি এখন থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা ‘জেড’ ক্যাটাগরিতে উন্নীত করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার তার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

‘ভিভিআইপি নিরাপত্তার মেয়াদ শেষ হওয়ায় প্রোটোকল অনুযায়ী একটি পর্যালোচনা করা হয় এবং গাঙ্গুলির নিরাপত্তা বেষ্টনীকে জেড ক্যাটাগরিতে করার সিদ্ধান্ত হয়।’ রাজ্য সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এমন বলেছেন।

নতুন নিরাপত্তা অনুযায়ী সাবেক এ ক্রিকেটার ৮-১০ জন পুলিশ পাবেন নিরাপত্তার জন্য। ওয়াই ক্যাটাগরিতে স্পেশাল ব্রাঞ্চের তিনজন পুলিশ এবং সমানসংখ্যক পেতেন তার বেহালার বাড়িতে।

মঙ্গলবার রাজ্য সচিবালয়ের প্রতিনিধি সৌরভ গাঙ্গুলির বেহালার অফিসে আসে এবং কলকাতা পুলিশ সদর দফতর লালবাজার এবং স্থানীয় পুলিশ স্টেশনের অফিসারদের সাথে বৈঠক করেন।

‘সৌরভ গাঙ্গুলি বর্তমানে আইপিএল দল দিল্লি ক্যাপিটালস টিমের সঙ্গে আছেন এবং ২১মে কলকাতা ফিরবেন। ওই দিন থেকে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, গভর্নর সিভি আনন্দ বোস এবং তৃণমূল কংগ্রেস এমপি এবং জাতীয় নিরাপত্তা সম্পাদক অভিষেক ব্যানার্জী জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.