ভারতে ধসে পড়া টানেলে এখনো আটকে আছেন শ্রমিকরা

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে

দীপাবলির দিনে ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে ভেতরে এখনো আটকে আছে ৪০ জন শ্রমিক। গেলো রোববার (১২ নভেম্বর) ভোরে ৪ কিলোমিটার দীর্ঘ টানেলটির ১৫০ মিটার অংশ ধসে পড়ে। এরপর সেখানে আটকা পড়ে যান তারা। ৬২ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছে, ২১ মিটারের মতো শিলা, কংক্রিট এবং মাটির স্তূপ সরানো সম্ভব হয়েছে। ১৯ মিটার এখনও পরিষ্কার করা যায়নি।

শ্রমিকদের উদ্ধারের জন্য নতুন পরিকল্পনা করছেন তারা। ৯০০মিলিমিটার ব্যাসার্ধের পাইপগুলো ধসে পড়া আবর্জনার ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়া হবে। এতে যে গর্ত তৈরি হবে সেটির মধ্য দিয়ে আটকে পড়া শ্রমিকদের বের করা হবে। এরইমধ্যে প্রয়োজনীয় সব উপাদান এবং যন্ত্রপাতি আনা হয়েছে ঘটনাস্থলে। এই অভিযানে অংশ নিয়েছেন সেচ দপ্তরের বিশেষজ্ঞরাও।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.