ভারতে রেল স্টেশনে ভেঙে পড়লো পানির ট্যাংক, নিহত ৩

পশ্চিমবঙ্গের বর্ধমান রেলওয়ে স্টেশনের ৫৩ হাজার ৮০০ গ্যালন পানি ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল দুটি পানির ট্যাঙ্ক প্লাটফর্মে ভেঙে পড়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছে সেসময় প্লাটফর্মে অবস্থান করা প্রায় ২৭ থেকে ৩০জন যাত্রী ও ব্যবসায়ী। 

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অনেককেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত আহতদের মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে রেলের পক্ষ থেকে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানিয়েছে বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আচমকাই ওই পানির ট্যাঙ্কিটি টি প্ল্যাটফর্মের শেডের ওপর ভেঙে পড়ে। দুমড়ে মুচড়ে যায় শেডের লোহার পাত। ভারি লোহার পানির ট্যাঙ্কের ভঙ্গা অংশ দু নম্বর লাইনের ওপর আছড়ে পরে। এর ধাক্কায় লাইনের উপর থাকা বড় বড় পাথর ছিটকে এক নম্বর প্লাটফর্মে চলে আসে। ঘটনার আকস্মিকতায় পুরো স্টেশন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় হাওড়া মেল লাইনের ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আরপিএফ, জিআরপি, বর্ধমান থানার পুলিশ, রেল কর্মকর্তারা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.