চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১৬

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ২২০ জন। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির গানসু প্রদেশে সোমবার মধ্যরাতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় প্রতিবেশী কিনঘাই এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

মাইনাস ১৪ ডিগ্রি তাপমাত্রার হাড়হিম করা ঠাণ্ডায় খালি হাতে শত শত উদ্ধারকর্মী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করেছেন।

গানসুতে ভূমিকম্পের কয়েকঘণ্টা পর স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে জিনজিয়াং প্রদেশ। সেখানে ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গানসুতে পূর্ণমাত্রায় উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

গানসু চীনের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি। প্রদেশের জিশিশান কাউন্টি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এর তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

মঙ্গোলিয়া সীমান্তে চীনের গানসু প্রদেশটি তিব্বতি এবং লোয়েস মালভূমির মধ্যে অবস্থিত।

চীনা হুই মুসলমানদের স্বায়ত্তশাসিত অঞ্চল লিনজিয়া হুই থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.