আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণে সোমবার রাতে ভূমিকম্পের পর একটি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদ্গীরণ শুরু হয়েছে।

দেশটির আবহাওয়া অফিসের (আইএমও) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

গত কয়েক সপ্তাহ ধরে ক্রামগত কেঁপে কেঁপে ওঠার পর সোমবার থেকে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে রেইকানেস উপদ্বীপে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদ্গীরণ শুরু হয়েছে।

বিবিসি জানায়, আইসল্যান্ডের মাছধরার শহর গ্রিন্ডাভিক থেকে প্রায় চার হাজার মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাছের ব্লু লেগুন জিওথার্মাল স্পা।

স্থানীয় সময় ২২:১৭ মিনিটে (জিএমটি ২২:১৭) শহরের উত্তর দিক থেকে লাভা উদ্গীরণ শুরু হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

রাজধানী রেইকাভিক এর চারপাশ ঘিরে থাকা ওই অঞ্চলে গত অক্টোবর থেকে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়। তখনই বোঝা যাচ্ছিল যেকোনো সময় শুরু হবে লাভা উদ্‌গীরণ।

সামাজিক যোগোযোগ মাধ্যমে লাভা উদ্গীরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। উদ্গীরণ ঠিক কোথায় হচ্ছে এবং সেটির আকার কেমন তা পর্যবেক্ষণ করতে সেখানে কোস্টগার্ডের একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আইসল্যান্ডের আবহাওয়া দফতর জানায়, সাড়ে তিন কিলোমিটার ফাটল দিয়ে প্রতি সেকেন্ডে ১০০ থেকে ২০০ ঘনমিটার লাভা বের হচ্ছে। অগ্রসর হচ্ছে নিকটস্থ শহরের দিকে। এর জেরে বন্ধ রাখা হয়েছে আশপাশের পর্যটন কেন্দ্র।

লাভা উদগীরণের মাত্রা এতোটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, ৪২ কিলোমিটার দূরের রাজধানী রিকজাভিক থেকেও দৃশ্যমান হচ্ছে তা। রক্তিম হয়ে উঠেছে আকাশ। বেগতিক পরিস্থিতি দেখে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেয়া হয় আশপাশের চার হাজার বাসিন্দাকে। বন্ধ করে দেয়া হয় কাছের ব্লু লেগুন জিওথার্মাল স্পা।

স্থানীয়রা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, ভূমিকম্পের কারণে রাস্তাঘাট ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আইসল্যান্ডে অস্বাভাবিক ঘটনা নয়। দেশটিতে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপে সর্বোচ্চ সংখ্যক।

এর আগে, ২০১০ সালে ইউরোপের সবচেয়ে বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় আইসল্যান্ডে। কিন্তু রিকজেনেস উপদ্বীপে ২০২১ সাল পর্যন্ত আট শতাব্দী ধরে অগ্ন্যুৎপাত হয়নি। তারপর থেকে তিনটি অগ্নুৎপাত ঘটেছে। সবই প্রত্যন্ত জনবসতিহীন এলাকায়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.