ঘন কুয়াশায় আচ্ছন্ন দিল্লি, বাতিল হলো ১১০টি ফ্লাইট

ভারতের দিল্লিতে ঘন কুয়াশায় উড়োজাহাজ ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খারাপ হয়ে যাওয়ায় যানবাহন ও উড়োজাহাজ পরিষেবার ওপর প্রভাব পড়ছে। ট্রেন ও ফ্লাইট বাতিল হওয়ায় কয়েক হাজার যাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে দিল্লি বিমানবন্দরের ১১০টির বেশি ফ্লাইট কুয়াশার কারণে ওঠানামায় বিলম্ব বা বাতিল করা হয়। যাত্রীদের সর্বশেষ ফ্লাইটের তথ্যের জন্য তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভোরের দিকে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসে। শৈত্যপ্রবাহ চলতে থাকায় দেশটির আবহাওয়া অফিস রাজধানীতে ঘন কুয়াশা নিয়ে একটি জরুরি সতর্কতা জারি করেছে।

উত্তর রেলওয়ে জানায়, অন্তত ২৫টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। প্রায় সব ট্রেন চালাতে হচ্ছে ধীরগতিতে। এর ফলে কোন ট্রেন কখন গন্তব্যে পৌঁছাবে, তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না রেল কর্তৃপক্ষ।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় ঘন কুয়াশাও থাকতে পারে জানিয়ে রাজধানীতে রেড এলার্ট সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। দিল্লী ছাড়াও ভারি কুয়াশায় বিপর্যস্ত পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশও।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.