আরব আমিরাতে ভয়াবহ শিলাবৃষ্টি ও বজ্রপাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। শিলাবৃষ্টির কারণে আবুধাবি ও দুবাইয়ের রাস্তা তুষারপাতের মতো ঢাকা পড়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) লাল এবং কমলা সতর্কতা জারি করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের একজন সিনিয়র আবহাওয়াবিদ জানিয়েছে, আকাশে এখনও অনেক মেঘ। সে অনুযায়ী বিকালের দিকে বৃষ্টি আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, আগামীকালও অনেক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

অতিরিক্ত বৃষ্টির কারণে দুবাই কর্তৃপক্ষ প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কর্মরত কর্মীদের বাসায় বসে কাজের নির্দেশ দিয়েছেন। স্কুলগুলো অনলাইনে ক্লাস নিতে শুরু করেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক এলাকায় সাময়িক বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া গাড়ি চালকদেরও সাবধানে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আরব আমিরাতে তাপমাত্রা আরো ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। দেশটির উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.