গাজায় ২৫ হাজার নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫ হাজারেরও বেশি নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, গাজায় ইসরায়েলের হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা নিয়ে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে লয়েড অস্টিন বলেন, ‘সংখ্যাটা ২৫ হাজারের বেশি’।

গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এরপর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩০ হাজার ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজার ৪৫৭ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ২৩০ জন শিশু, আর ৮ হাজার ৮৬০ জন নারী। এ ছাড়া ৩৪০ জন চিকিৎসাকর্মী ও ১৩২ জন সাংবাদিক রয়েছেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.