হজ যাত্রীদের সুখবর দিলো সৌদি আরব

পবিত্র হজ পালনের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব সরকার। আর হজ যাত্রীদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি দিচ্ছে দেশটি। তারই অংশ হিসেবে ইতোমধ্যে মক্কায় হজ যাত্রীদের জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সৌদি গভর্নমেন্ট প্যানেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

পবিত্র নগরী মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, অনুমোদিত আবাসিক ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেওয়া হবে। হিজরি বর্ষ অনুযায়ী শাওয়াল ১০তম মাস।

দেশটির হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ জানিয়েছে, মক্কায় হজ যাত্রীদের থাকার জন্য লাইসেন্স প্রদানকৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়াবে। গত বছর বার্ষিক হজ মৌসুমে বিশ্বব্যাপী ২০ লাখ মানুষ হজ পালন করেন। করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি গত বছর হজ পালন করেছেন। আগামী জুনে অনুষ্ঠিত হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না।

এদিকে এ বছরের হজ যাত্রীদের জন্য ভিসা প্রদান শুক্রবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে, যা আগামী ২০ শাওয়াল পর্যন্ত (২৯ এপ্রিল) চলবে। চলতি বছরের ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ যাত্রীরা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.