মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ; নিহত ২

কেনিয়ায় নাইরোবি ন্যাশনাল পার্কের ওপর একটি প্রশিক্ষণ বিমান ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় আরো ৪৪ জন রক্ষা পেয়েছে এবং তারা অক্ষত আছে।

দুর্ঘটনায় জড়িত দুই বিমানের মধ্যে একটি ছিল সাফারিলিংকের মালিকানাধীন ড্যাশ ৮। বিমানটি ৪৪ জন যাত্রী ও ক্রুকে নিয়ে উপকূলীয় ডায়ানির উদ্দেশ্যে যাচ্ছিল।

অন্য একটি সেসনা বিমান দুজনকে নিয়ে প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। সেসনা বিমানটি পার্কে বিধ্বস্ত হয় এবং ড্যাশ ৮ নিরাপদে উইলসন বিমানবন্দরে ফিরে যায়। দুটি বিমানই উইলসন বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল এবং দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইং স্কুলের একটি বিমান এবং সাফারিলিংকের একটি যাত্রীবাহী বিমানের মধ্যে স্থানীয় সময় ১০টা ৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে।

নাইরোবি কাউন্টির পুলিশ কমান্ডার অ্যাডামসন বুঙ্গেই বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি, একজন ছাত্র এবং একজন প্রশিক্ষক (প্রশিক্ষণ বিমানে)…দুর্ঘটনার সময় মারা গেছেন।’ তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য জানানি।

সাফারিলিংক এভিয়েশন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের কোনো যাত্রী আহত হয়নি। তারা এক বিবৃতিতে বলেছে, ‘সাফারিলিংক এভিয়েশন জানাতে চায়, আজ সকালে স্থানীয় সময় পৌনে ১০টায় আমাদের ০৫৩ ফ্লাইট ৩৯ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু নিয়ে ডায়ানিতে যাত্রা শুরু করার পরপরই একটি বিকট শব্দ হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.