আল আকসায় ফিলিস্তিনীদের নামাজ পড়ার অনুমতি দেবে ইসরায়েল

ইসরাইল বিগত বছরগুলোর মতোই এবারেও রমজান মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনি মুসল্লিদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দেবে।

মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।

ওই এলাকার জন্যে ইহুদি শব্দ ব্যবহার করে বিবৃতিতে বলা হয়েছে, ‘রমজানের প্রথম সপ্তাহে বিগত বছরগুলোর সম পরিমাণ মুসল্লি টেম্পল মাউন্টে প্রবেশের সুযোগ পাবে।’

এতে আরো বলা হয়েছে, ‘প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, রমজান মাসে প্রতি বছর হাজার হাজার মুসল্লি আল আকসায় নামাজ আদায় করে থাকেন। কিন্তু এবারে যুদ্ধের কারণে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন জিভির সম্প্রতি বলেন, ‘আমরা ঝুঁকি নিতে পারি না। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেরুজালেমে ঢোকার অনুমতি দেয়া হবে না।

এর দিন কয়েকের মধ্যেই যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি মুসল্লিদের আল আকসায় নামাজ আদায়ের অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানায়।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকল নিরাপত্তা সংস্থার সাথে বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, রমজান মুসলমানদের কাছে পবিত্র। প্রতিবছরের মতো চলতি বছরও এর পবিত্রতা বজায় রাখা হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.