বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় পাঁচজন নিহত

অবরুদ্ধ গাজায় এতদিন আকাশ থেকে ফেলা বোমার আঘাতে হতাহতের ঘটনা ঘটে আসলেও এবার ত্রাণের প্যাকেট পড়ে নিহতের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ গাজা শহরের পশ্চিমে আল শাতি ক্যাম্পে আকাশ থেকে ফেলা ত্রাণের প্যাকেট মানুষের ওপর পড়ে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক খাদের আল জানোন সিএনএনকে বলেন, তিনি আল শাতি ক্যাম্পের আকাশে বিমান থেকে ত্রাণের প্যাকেট ফেলতে দেখেছেন। তবে কোন দেশের পক্ষ থেকে এসব ত্রাণ ফেলা হচ্ছিল তা জানা যায়নি।

গাজা শহরের আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি পরিচর্যা বিভাগের প্রধান মুহাম্মদ আল-শেখ এ ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় আল-শিফা হাসপাতালে রেফার করা হয়েছে।

দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে গাজাবাসী। অনাহারে থাকা এসব মানুষকে সহযোগিতায় গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.