টিকটক নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে, বিল পাস

আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা বুধবার ফাস্ট ট্র্যাক বিধির আওতায় একটি বিল পাস করতে ভোট দিয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকায় টিকটক অ্যাপ নিষিদ্ধ হয়ে যেতে পারে, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটির জন্য এক বড় চ্যালেঞ্জ। খবর সিএনএনের।

বিলটি পাস হলে মার্কিন অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে দেওয়া হবে, যদি না এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চীনা মূল কোম্পানি বাইটড্যান্স থেকে আলাদা হয়। সিনেটে বিলটির ভবিষ্যৎ কী হবে তা এখনও স্পষ্ট নয়। হাউসে ৩৫২ জন ভোটারের মধ্য ৬৫ জন বাদে সবাই এই বিলের পক্ষে ভোট দিয়েছে। ৫০ জন ডেমোক্র্যাট ও ১৫ জন রিপাবলিকান বিলের বিরোধিতায় ভোট দেয়।

বিলের সমর্থক আইনপ্রণেতারা যুক্তি দিয়েছে যে, টিকটক আমেরিকার জাতীয় নিরাপত্তায় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ চীন সরকার বাইটড্যান্সের বিরুদ্ধে তার গোয়েন্দা আইন ব্যবহার করতে পারে, এটি মার্কিন অ্যাপ ব্যবহারকারীদের ডেটা হস্তান্তর করতে বাধ্য করতে পারে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন অ্যাপটিকে নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন।

কিন্তু ট্রাম্প বাইডেনের নতুন বিলের সমালোচনা করে বলেছেন, টিকটক সীমিত করলে ফেসবুক এতে লাভবান হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.