মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

২০২২ সালে ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ মোরাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি। স্থানীয় কর্মকর্তা ও পেরেজের স্বজনদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পেরেজের মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এক্স-এ পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন।’

এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে পেরেজের নাম গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে ওঠে। গিনেস কর্তৃপক্ষ জানায়, তখন তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

ব্যক্তি জীবনে ১১টি সন্তান রয়েছে পেরেজের। ২০২২ সাল পর্যন্ত তার ৪১ জন নাতি–নাতনি ছিল। একই সময়ে তার নাতি–নাতনিদেরও মোট ১৮ জন সন্তান ছিল। আবার তাদের ঘরেও ছিল ১২ জন সন্তান।

পেশায় কৃষক ছিলেন হুয়ান ভিসেন্ট পেরেজ। তিনি টিও ভিসেন্ট নামে পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তার জন্ম। মা–বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.