গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘ কর্মী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথমবারের মতো জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক।

মঙ্গলবার (১৪ মে) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মত জাতিসংঘের কর্মীদের ওপর সরাসরি হামলার ঘটনা এটি। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।

এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, স্থানীয় সময় সোমবার জাতিসংঘের কর্মীরা গাড়িতে করে রাফাহ শহরের কাছে ইউরোপীয় হাসপাতালে যাওয়ার সময় অজ্ঞাত হামলার কবলে পরে। হামলায় তাদের একজন কর্মী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

হামলার ফলে জাতিসংঘের গাড়িটিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। তবে তা এখনো নিশ্চিত করা যায়নি বলছে আল জাজিরা।

এদিকে কর্মীদের উপর হামলা ও নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে এ বিষয়ে পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  

একটি পৃথক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় জাতিসংঘের ১৯০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে।

এদিকে জাতিসংঘের গাড়িতে হামলার ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

আইডিএফ নিশ্চিত করেছে যে সোমবার দক্ষিণ গাজার রাফাহ এলাকায় জাতিসংঘের গাড়িতে হামলা ও তাদের কর্মী নিহতের বিষয়টি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা বিভাগ (ইউএনডিএসএস)।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.