ভোট গণনা শুরুর পরই ভারতের শেয়ার বাজারে ধস

ভারতীয় শেয়ার বাজারে বড় ধস নেমেছে। দেশটির স্টক মার্কেটে ৬ হাজারের বেশি পয়েন্ট পতন হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে লোকসভার ভোট গণনা শুরুর পরই দেশটির শেয়ার বাজারে এই ধস নামে। 

ভোট গণনার শুরুতে বাজার ছিল চাঙ্গা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল, আভাস অনুযায়ী আসন পায়নি এনডিএ। তাতেই এ ধস। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ওই খবরে বলা হয়, ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তখনও ভারতীয় স্টক মার্কেটের সূচক ছিল রেকর্ড উচ্চতায়। কিন্তু সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ %। ওই সময় নিফটি সূচক দাঁড়ায় ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩%। এখন তা দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। 

সোমবার শেয়ার বাজার উঠেছিল নজিরবিহীনভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও রেকর্ড গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.