সবচেয়ে ছোট মানুষ হিসেবে গিনেস বুকে নাম উঠলো আফশিনের

সবচেয়ে ছোট মানুষ আফশিন । ছবি: সংগৃহীত

একজন ২২ বছর বয়সী মানুষের উচ্চতা ২ ফুট ১ ইঞ্চির একটু বেশি। এই উচ্চতার জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। খবর এনডিটিভির।

যাঁর কথা লেখা হচ্ছে, তিনি আফশিন ঘেদারজাদেহ। ইরানের এই তরুণ রেকর্ড বুকে নাম লেখাতে সম্প্রতি উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

আফশিন ঘেদারজাদেহর রেকর্ড বুকে নাম লেখানোর গল্প বলার আগে তাঁর আবাস ও পরিপার্শ্ব সম্পর্কে জেনে নেওয়া যেতে পারে।

ইরানের এই নাগরিকের জন্ম দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান এলাকায়। সেখানকার প্রত্যন্ত গ্রামে তাঁর বাড়ি। আফশিন ঘেদারজাদেহ কুর্দি ও ফারসি দুই ভাষাতে অনর্গল কথা বলতে পারেন।

উচ্চতার সঙ্গে ওজনও কম আফশিন ঘেদারজাদেহর। জন্মের সময় ওজন ছিল ৭০০ গ্রাম। আর এখন ওজন ৬ কেজি ৫০০ গ্রাম। জন্ম থেকে ছোট মানুষটাকে কম ভুগতে হয়নি। একজন স্বাভাবিক মানুষ যা যা করতে পারেন, তা করতে পারেননি তিনি। এমনকি পড়াশোনাও নয়। জীবনে চলা বেশ কঠিন তাঁর জন্য। উচ্চতা কম হওয়ায় স্কুলে যেতে পারেননি। আফশিন ঘেদারজাদেহর বাবা ইসমাইল ঘেদারজাদেহ বলেন, সারা বছর চিকিৎসা ও শারীরিক দুর্বলতার কারণে তাঁর পড়াশোনা বন্ধ রাখতে হয়েছে।

পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়েছে আফশিনকে। এমনকি যে গ্রামে তাঁর বাস, সেখানে কোনো কাজ জোটেনি তাঁর।

যা হোক, এই বাধাবিপত্তি পেড়িয়ে গত মঙ্গলবার রেকর্ড বুকে নাম লিখিয়েছেন আফশিন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য অনুসারে, ২ ফুট ১ দশমিক ৬ ইঞ্চি তাঁর উচ্চতা। এর আগে এই রেকর্ড ছিল কলম্বিয়ার অ্যাডওয়ার্ড হারনান্দেজের। তবে তাঁর উচ্চতা আফশিনের চেয়ে ৭ সেন্টিমিটার বেশি ছিল।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.