গাজায় ১০ শিশুর মধ্যে ৯ জনই ঠিক মতো খেতে পারছে না : ইউনিসেফ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৯০ শতাংশ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। একই সঙ্গে বেঁচে থাকা, বড় হওয়া এবং শারীরিক বিকাশের জন্য খাবার থেকে যে পরিমাণ পুষ্টির প্রয়োজন তা তারা খেতে পারছে না। বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর আলজাজিরা ও রয়টার্সের।

বৃহস্পতিবার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউনিসেফ। ইসরায়েলি হামলায় গাজায় যে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংস্থাটির প্রতিবেদনে তা উঠে এসেছে। এ ছাড়া যুদ্ধের কারণে ছোট্ট এই উপত্যকার খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে। ফলে গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের এপ্রিলের মধ্যে প্রতি ১০ জন শিশুর মধ্যে একটি শিশু দিনে দুই বা তার চেয়ে কম বেলা খাবার খেয়ে বেঁচে আছে।

গাজায় এমন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করলেও ইসরায়েল বলছে, গাজার বেসামরিক মানুষের জন্য মানবিক ত্রাণসহায়তা সরবরাহে কোনো বাধা নেই। এমনকি সেখানে ধীর গতিতে ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘকে দায়ী করেছে নেতানিয়াহু সরকার।

অবশ্য ইসরায়েলের তরফ থেকে এমন দাবি করা হলেও গাজায় এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। অপুষ্টি ও ডিহাইড্রেশনে ভোগে ইতিমধ্যে বেশ কয়েকটি শিশু মারা গেছে। এমনকি গাজায় ত্রাণ প্রবাহ বাড়াতে আরও ব্যবস্থা নিতে তেল আবিবের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রধান মিত্ররাও।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.