২৪৯ কিমি বেগে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেরিল!

ক্যারিবীয় কিছু দ্বীপে তাণ্ডব চালিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল আঘাত হানতে যাচ্ছে জামাইকায়। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের এক মুখপাত্র বলেছেন, অল্প সময়ের মধ্যেই (স্থানীয় সময় বুধবার, ৩ জুলাই সকালে) বেরিলের কেন্দ্রস্থল জামাইকার দক্ষিণ অংশের কাছাকাছি বা তার ওপর দিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হারিকেন সেন্টারের পরিচালক ডক্টর মাইকেল ব্রেনান আজ বুধবার জানিয়েছেন, খুব দ্রুত সময়ে জ্যামাইকার আবহাওয়ার অবনতি ঘটবে। তিনি সাধারণ মানুষকে অন্তত ১২ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন।

পরিচালক ব্রেনান আরও জানিয়েছেন, প্রবল শক্তিশালী এ ঝড়টি জ্যামাইকার দক্ষিণ অংশের পাশ দিয়ে অথবা উপর দিয়ে অতিক্রম করবে। ওই সময় হারিকেনটির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার।

এদিকে, বেরিলের প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.