মোদির সাথে সাক্ষাত বিশ্বচ্যাম্পিয়নদের

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। তবে বিশ্বকাপ জেতার পর থেকে বার্বাডোজে আটকা ছিল ভারত দল। ঘূর্ণিঝড় বেরিলের কারণে হোটেল থেকেই ঠিকমতো বের হতে পারেননি রোহিত-কোহলিরা। তাদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করে বিসিসিআই। অবশেষে দীর্ঘ ১০৫ ঘণ্টা পর বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে দিল্লি পৌঁছায় ভারত দল।

বিমানবন্দরে ক্রিকেটারদের সাদর অভ্যর্থনা জানিয়েছে ভক্তরা। তখনই মোটামুটি একটি উদযাপন সেরে নিয়েছে তারা। বিমানবন্দর থেকে এরপর ভারতীয় দল দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে বিশ্রাম সেরে তারা সাক্ষাত করতে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি পরে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রোহিতরা।

এসময় অধিনায়ক রোহিত শর্মা ও দলটির সদ্যবিদায়ী কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ট্রফি তুলে দেন মোদির হাতে। এসময় আরও উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট রজার বিনি ও সচিব জয় শাহ।

এদিন দুটো বাসে করে ৭ লোক কল্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে যায় টিম ইন্ডিয়া। সব প্লেয়াররা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রোহিত-কোহলিদের। ভারতীয় গণমাধ্যমের খবর, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। জানতে চেয়েছেন, কোন ম্যাচে কোন ঘটনা খেলা মোড় ঘুরিয়ে দিয়েছে। নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথাও ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। কিছু শট, কিছু বোলিং, কিছু স্মরণীয় মুহূর্তের কথা জানতে চেয়েছেন। আলাদা করে কয়েক জন ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসাও করেন তিনি।

প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনার শেষে প্লেয়ার ও স্টাফরা রওনা দেন মুম্বাইয়ের উদ্দেশে। সেখানে হবে বড় উৎসব।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.