নির্বাচনে পরাজয় মেনে দুঃখ প্রকাশ ঋষি সুনাকের

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে লেবার পার্টি। আর পরাজয় মেনে নিয়ে হারের দায়ভার নিয়েছেন কনজারভেটিভ দলের প্রধান ঋষি সুনাক। এজন্য তিনি তার দলের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (৫ জুলাই) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা এখনও শেষ হয়নি। পূর্ণাঙ্গ ফলাফলের আগেই জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ৩৯৫ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ১০৪টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি জয় পেয়েছে ৬৫টি আসনে।

সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ অন্তত ৩২৬টি আসনে জয় পেতে হবে। লেবার পার্টি ইতোমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে। আশা করা হচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া লেবার পার্টি ৪১০টি আসনে জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে ১৩১ আসনে।

অবশ্য নির্বাচনে কনজারভেটিভদের ‘ঐতিহাসিক পরাজয়’ হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থি লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।

বিবিসি বলছে, ফলাফল ঘোষণার মধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন সুনাক। যুক্তরাজ্যের বিদায়ী এই প্রধানমন্ত্রী অবশ্য নিজের আসনে জয় পেয়েছেন এবং ভোটারদের ধ্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

ঋষি সুনাক বলেন, ‘এই কঠিন রাতে, আমি আপনাদের অব্যাহত সমর্থনের জন্য রিচমন্ড এবং নর্থালারটন নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.