গ্রেফতার হচ্ছেন ‘ভোলে বাবা’!

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের হাথরাস জেলায় ধর্মীয় সভায় পদদলিত হয়ে এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার হতে পারেন কথিত ধর্মগুরু নারায়ণ সরকার হরি ওরফে ‘ভোলে বাবা’।

এনডিটিভি বলছে, বাবা নারায়ণের প্রকৃত নাম হচ্ছে সুরাজ পাল, তিনি সাকার বিশ্ব হরি ভোলে বাবা নামেও পরিচিত। ধারণা করা হচ্ছে, ফুলরাই গ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীতে তিনি তার আশ্রমে ছিলেন। সেখানেই তিনি হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে এই অনুষ্ঠান করেন।

ইতোমধ্যে দেশটির অনেক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা হাথরাসে ঘটনাস্থলে পৌঁছেছেন, এ ছাড়া অন্যরা গেছেন নারায়ণের আশ্রম রাম কুঠির চ্যারিটেবল ট্রাস্টে।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বিকেলে যেখানে এই দুর্ঘটনা ঘটে সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল এবং সেই তুলনায় জায়গা ছিল অনেক কম।  

সৎসঙ্গে যোগ দেওয়া এক নারী বলেছেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর লোকেরা যখন বের হতে শুরু করে তখন পদচাপা শুরু হয়। স্থানীয় কর্মকর্তারা বলেন, সৎসঙ্গের পর ভক্তরা বাবা নারায়ণের পা ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এতে অল্প একটু জায়গায় অনেক লোকের ভিড় হয়।  

এই ঘটনা তদন্তের জন্য ইতোমধ্যে উচ্চ-স্তরের কমিটি গঠন করা হয়েছে। সৎসঙ্গের আয়োজকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এফআইআর-এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই স্থানে ৮০ হাজার লোকের উপস্থিত হওয়ার অনুমতি ছিল কিন্তু আড়াই লাখের বেশি ভক্ত হাজির হন। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তরফে একটি বিবৃতি জারি করে হাথরাসের দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।  তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া এবং ঘটনাস্থলে ত্রাণ বিলি করার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.