বিআরটিসিতে ১৩৮ পদে চাকরি, আবেদনের শেষ সময় আগামীকাল

প্রতীকী ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ১৩৮ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী সোমবারের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

কোন পদে কতজন

১৩৮ জনের মধ্যে কোষাধ্যক্ষ পদে নেওয়া হবে ৭ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, জব সহকারী পদে ১৬ জন, কারিগর-বি (সাধারণ) পদে ১৫ জন, কারিগর-বি (ট্রেড) পদে ১০ জন, কারিগর-সি (সাধারণ) পদে ১৫ জন, কারিগর-সি (টেড) পদে ১২ জন, কারিগর-ডি (সাধারণ) পদে ২০ জন ও কারিগর-ডি (ট্রেড) পদে ২৮ জন নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

কোষাধ্যক্ষ পদে আবেদনের জন্য কোনো প্রতিষ্ঠানে কোষাধ্যক্ষ হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এ ছাড়া সাত হাজার টাকা নগদ জামানত দিতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। জব সহকারী পদের জন্য বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। কারিগর-বি (সাধারণ), কারিগর-বি (ট্রেড), কারিগর-সি (সাধারণ) ও কারিগর-সি (ট্রেড) পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে। কারিগর-ডি (সাধারণ) ও কারিগর-ডি (ট্রেড) পদে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

যেভাবে আবেদন

পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে এই ওয়েবসাইটের (http://brtc.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার বিষয়ে সকল তথ্য বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.