সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

মডেল: তানিন । ছবি: খালেদ সরকার

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৬৩ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ ডিসেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। এক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা ২০ বা ২১ জন করে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রোল নম্বরসহ বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে। মৌখিক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধি অনুযায়ী পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.