চীনের সহায়তায় নেপালের পোখারায় আন্তর্জাতিক বিমানবন্দর

গতকাল রোববার উদ্বোধন করা হয় পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর । ছবি : টুইটার

গতকাল রোববার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল দেশটির পর্যটনকেন্দ্র পোখারায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন। বিমানবন্দরটি চীনা সহায়তায় নির্মিত হয়েছে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিক উদ্বোধনে একটি ফলক উন্মোচন করেন পুষ্প কমল দাহাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পডেলসহ দেশটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরটিতে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের পর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হবে বলে আশা করা হচ্ছে। নেপাল-চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতার একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পোখারার এই বিমানবন্দর। বিমানবন্দরটি নির্মাণে চীন ঋণ সহায়তা দিয়েছে। পোখারায় নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে নেপাল সরকার ২০১৬ সালের মার্চে চীনের সঙ্গে ২১৫ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্প কমল দাহাল বলেন, নেপালের মতো স্থলবেষ্টিত একটি দেশের জন্য আকাশপথের যোগাযোগ সবচেয়ে কার্যকর উপায়। পুষ্প কমল দাহাল বলেন, নেপালের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পোখারায় এই বিমানবন্দর চালু হলো। বিমানবন্দরটি চালুর মধ্য দিয়ে পোখারার সঙ্গে আন্তর্জাতিক সংযোগ স্থাপিত হলো।

সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী হন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.