শেষ হলো ঢাকা লিট ফেস্টের দশম আসর

লিট ফেস্টের সমাপনী দিন আজ রোববার একটি পর্বের আলোচনায় অতিথিরা। বাংলা একাডেমির পিএসআর মিলনায়তনে

চার দিনের সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল ঢাকা লিট ফেস্ট শেষ হলো আজ। রোববার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের দশম আসর। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের আয়োজনে আমন্ত্রিত বিশেষ অতিথিরা।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সোমালিয়ার ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ জানান, বাংলাদেশের আতিথেয়তায় তিনি মুগ্ধ। পাঠক, লেখকের এই সমাবেশ সত্যিকারভাবে অর্থপূর্ণ হয়েছে বলে উল্লেখ করেন আন্তর্জাতিক বুকারজয়ী ভারতীয় লেখক গীতাঞ্জলী শ্রী। ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর ছিল ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন। ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, এই আয়োজনে মানুষের উপস্থিতি প্রমাণ করে সফলতা। সমাপনী অনুষ্ঠানের শুরু হয় ঢাকা লিট ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান যাত্রীকের প্রযোজনায় আয়োজিত নাচ পরিবেশনার মধ্য দিয়ে।

চার দিনের এই আয়োজনের শেষ দিনে বিভিন্ন আলোচনা পর্ব ও অনুষ্ঠান শুরু হয় সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকাল ১০টায় হয় ভবিষ্যতের বিজ্ঞান, ইংরেজি ও বাংলা সাহিত্যের ধাঁধা নিয়ে আলোচনা। বেলা ১১টায় শুরু হয় নোবেল বিজয়ী তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহর আলোচনা অনুষ্ঠান ‘ডেজারশন’ পর্ব। গুরনাহর সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন ব্রিটিশ প্রকাশক ও সম্পাদক আলেক্সান্দার প্রিঙ্গেল। তাঁদের আলোচনায় সাহিত্যের বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে উঠে আসে গুরনাহর শৈশবের গল্প। আলেক্সান্দার সম্পাদনা করেছেন গুরনাহর বই। এ ছাড়া দিনজুড়ে ছিল অতিথিদের নিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাহিত্য, অনুবাদকর্মসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পর্ব। শেষ দিনে ছিল শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে আগে থেকে নির্ধারিত দু-একটি পর্ব অনুষ্ঠিত হয়নি।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি নিয়ে লিট ফেস্টে  আলোচনা সভায় অতিথিরা। আজ রোববার বাংলা একাডেমির বর্ধমান হাউসে
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি নিয়ে লিট ফেস্টে আলোচনা সভায় অতিথিরা। আজ রোববার বাংলা একাডেমির বর্ধমান হাউসে

লিট ফেস্টের দশম আয়োজনে অংশ নিয়েছেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। ১৭৫টির বেশি সেশনে আলোচনা হয় দেশি-বিদেশি সাহিত্য, সংস্কৃতি, ভাষা, চিকিৎসা, উদ্ভিদবিজ্ঞান থেকে শুরু করে শিশুদের বিনোদন নিয়ে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় এই উৎসব। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নোবেলজয়ী সাহিত্যিক তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ, ভারতের সাহিত্যিক অমিতাভ ঘোষ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লিট ফেস্টের উদ্বোধন করেন। তাঁদের সঙ্গে ছিলেন লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, কাজী আনিস আহমেদ ও আহসান আকবর।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা লিট ফেস্টের পরিচালক ও প্রযোজক সাদাফ সায জানান, সবার অংশগ্রহণই সফল করেছে এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য দুই পরিচালক কাজী আনিস আহমেদ ও আহসান আকবর।

লিট ফেস্টের দশম আসরের প্লাটিনাম স্পন্সর ছিল সিটি ব্যাংক। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন। সমাপনী অনুষ্ঠান শেষে বর্ধমান হাউসের মাঠে শুরু হয় কোক স্টুডিও বাংলার পরিবেশনা। সমাপনী দিনে সারা দিনই ছিল দর্শক, শ্রোতা ও পাঠকদের সরব উপস্থিতি। আয়োজকেরা জানান, এই উৎসব গত তিন বছর করা সম্ভব হয়নি করোনা মহামারির কারণে। ভবিষ্যতে ঢাকা লিট ফেস্ট আরও বড় পরিসরে করার কথা জানিয়েছেন তাঁরা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.